খুলনা, বাংলাদেশ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশের অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই: অর্থ উপদেষ্টা
  শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও পুতুলের ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি টাকা জব্দ করেছে দুদক

রূপসায় সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা, পিবিআইকে তদন্তে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলার সেনের বাজারে জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার (২২ মার্চ) মো. মনিরুল ইসলাম বাদল বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর আমলী আদালত, রূপসায় মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুনন্দ বাগচী মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুল ইসলাম তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবাদীরা হলেন, রূপসা থানার রাজাপুর গ্রামের ক্লাব গলির ইমান আলী শেখের দু’ছেলে খায়রুজ্জামান টুকু শেখ (৪৫) ও টিপু শেখ (৪০), আইচগাতি গ্রামের মৃত. শেখ ওয়াজেদ আলীর দু’ছেলে শেখ শহিদুর রহমান (৪৫) ও ওহাব শেখ (৫০), মৃত. আব্দুর রশিদের ছেলে সৈয়দ বসির উদ্দিন (৫২), মৃত. চেরাগ আলীর ছেলে বাবুল ড্রাইভার (৫০) ও দেয়াড়া গ্রামের মৃত. ইমলাক ঢালীর ছেলে মো. মনিরুজ্জামান (৪৮)।

অভিযোগের বিবরণে জানা যায়, ১২ মার্চ সকাল ১১টার দিকে রূপসা উপজেলার আইচগাতি গ্রামের সেনের বাজারে আলহাজ্ব শেখ আলী আকবরের ছেলে শেখ মনিরুল ইসলাম বাদলের কেনা ভোগ দখলীয় জমিতে হামলা চালায় বিবাদীরা। এসময় তারা আরিফ ও তার স্ত্রীকে রাম দা দিয়ে কোপ দেয় এবং তাদের কাছে থাকা নগদ ৫০হাজার টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেয়। তাদের ডাকচিৎকারে গ্রামবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, “আগামী ৭দিনের মধ্যে জমি ও দোকান ছেড়ে চলে যাবি, আর এই বিষয় নিয়ে কোন মামলা মোকদ্দমা শালিশ বিচার করলে লাভ হবে না, তোদের কথা কেউ শুনবে না। এর ব্যত্যয় হলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস।”

মারাত্মক আহত অবস্থায় বাদীর ভাই শেখ তরিকুল ইসলাম ও তার স্ত্রী মাহমুদা ইসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শেখ মনিরুল ইসলাম বাদল বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন, যার নং- সিআর ৬৫/২১।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!