রূপসা উপজেলার মাছ কোম্পানী রোডের বাগমারা-চর রূপসা এলাকায় কবিরের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মে) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নয় টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আটটি ঘরের কোন মালামাল রক্ষা করতে পারেনি। ফলে ওই বাড়িতে বসবাসকারী নয় টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বাঁশ-গোলপাতা ব্যবসায়ী কবির হোসেনের ১০ কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরে মাছ কোম্পানীর শ্রমিকসহ নিম্ন আয়ের আটটি পরিবার বসবাস করছিলো। বেলা ১১টার দিকে বাড়ির বসবাসকারীরা যে যার মত কাজে থাকা অবস্থায় অগ্নিকান্ড ঘটে। একটি ঘরের সাথে অপর ঘরগুলি সংযুক্ত থাকায় মুহুর্তে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে গোটা বাড়ি ছড়িয়ে পড়ে।
ওই বাড়ির ভাড়াটিয়া মাছ কোম্পানীর শ্রমিক নাছিমা বলেন, ‘আমাদের আর কিছু অবশিষ্ট নেই । আগুনে সব কিছু কেড়ে নিয়েছে। এমনকি, কি খাবো বা কি পরবো তারও কোন উপায় নেই।’
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-নাসিমা-স্বামী সিদ্দিক, মনজু বেগম -স্বামী কাসেম, রেকসোনা-স্বামী আকরাম, কারিমা-স্বামী উজ্জল মোল্লা, নাছু বেগম-স্বামী সরোয়ার, বেল্লাল হোসেন, আলো বেগম-স্বামী আশ্বাব আলী, ফুলি বেগম-স্বামী সরোয়ার শেখ ও মিনারা-স্বামী-সরোয়ার হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১১টায় অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে ৮/৯টি গোলপাতার ছাউনির কাঁচাঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খুলনা গেজেট/ এস আই