খুলনায় র্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভুল চিকিৎসা প্রদান করার দায়ে একজন ভুয়া ডাক্তার’কে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ এক লক্ষ টাকা অর্থদন্ড এবং তার দুই জন সহযোগী’কে ২০ বিশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটী কর্ণপুর ষ্টেশন মোড় এলাকায় আরাফাত হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রোগীর ভুল চিকিৎসা করার দায়ে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(২) ধারা মোতাবেক (ভূয়া ডাক্তার) ডাঃ মোঃ কামরুজ্জামান(৩৯), পিতা-মৃত-নুরুজ্জামান, সাং-রামনগর, থানা-রুপসা, জেলা-খুলনা’কে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়াও সংক্রামক রোগ নিরোধ আইন ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী তার দুই জন সহযোগী আব্দুর রহমান(৩৪), পিতা-সরোয়ার হোসেন শেখ ও মোঃ আলম মোড়ল(৫২), পিতা-মৃত-ওয়াহেদ মোড়ল, উভয় সাং-নৈহাটী, থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয়’কে দশ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয় মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-২০৪/২১ ২০৫/২১ এবং ২০৬/২১ তারিখ ২৫/০৮/২০২১।
গ্রেপ্তারকৃত (ভূয়া ডাক্তার) ডাঃ মোঃ কামরুজ্জামানকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই