খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

রূপসায় প্রথমবারের মত বাণিজ্যিক ভিত্তিতে ক্যাপসিকাম চাষ

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় বাণিজ্যিকভাবে প্রথমবারের মত ক্যাপসিকাম চাষ করেছেন চাষী নাজিম উদ্দীন। ফলন যেমন ভালো হয়েছে, তেমন হয়েছে সুস্বাদু। প্রতিদিন ক্ষেত দেখতে আসছে এলাকার অসংখ্য উৎসুক মানুষ। কেউ আসছে ক্রেতা হিসেবে। আবার কেউ আসছে এক নজর দেখতে।

সরেজমিনে বুধবার সকালে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের গুচ্ছগ্রামের পশ্চিম পাশে থাকা নাজিম উদ্দিনের ক্যাপসিকামের বাগান ঘুরে দেখা যায়, একটি বিশেষায়িত শেডের নিচে শত শত গাছে লাল, হলুদ ও সবুজ রঙের ক্যাপসিকাম ঝুলে আছে। পরিচ্ছন্ন বাগান জুড়েই পাতার ফাঁকে উঁকি দিচ্ছে ক্যাপসিকাম। এছাড়া তিনি তার জমিতে পরিক্ষামূলক ভাবে স্কোয়াশ চাষ করছেন।

নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা চাষী নাজিম উদ্দিন। তিনি বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। চাকরি করা অবস্থায় সেখান থেকে আমাকে বাদ দেওয়া হয়। এরপর ইউটিউব থেকে ভিডিও দেখে আমি ক্যাপসিকাম চাষে আগ্রহী হয়। তারপর ৪নং টিএসবি ইউনিয়নের একজনের কাছ থেকে ২২ শতক জমি লিজ নিয়ে নিজ উদ্যোগে ক্যাপসিকাম চাষ শুরু করি। প্রথমে আমি এই জমিতে প্রায় আড়াই হাজার গাছ লাগিয়ে ছিলাম। বর্তমানে এখানে প্রায় ২ হাজারের মতো গাছ আছে।

তিনি বলেন, এই বাগান করতে আমার প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত আমি এখান থেকে ২০ কেজির মতো ক্যাপসিকাম বিক্রি করেছি। এই গাছ ৪ থেকে ৫ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এছাড়া ২ মাস থেকে ৬ মাস পর্যন্ত এই গাছ ফল দিতে পারে।

তিনি আরও বলেন, ক্যাপসিকাম গাছে পোঁকার আক্রমণ বেশি তাই স্প্রে প্রয়োগ করতে হয়। এই ফল খুব পুষ্টিকর। বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি ১৮০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হয় এবং খুচরা দাম ২৫০-৩০০ টাকা। এই ফসল চাষে আমি লাভবান হবো।

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান বলেন, ক্যাপসিকাম নতুন ফসল এবং উচ্চ মুল্যের ফসল। এই ফসল চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। কৃষি অফিসের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!