খুলনার রূপসায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র গুরুত্বর জখম হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে জাহিদ হোসেন। আহত দুই জনকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৭/৮ জনের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরের বাড়িতে আতর্কিত হামলা চালায়। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে আঘাত করতে থাকে। পিতাকে বাঁচাতে ছেলে জাহিদ এগিয়ে এলে তাকেও পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাড়ির অন্যান্য নারী পুরুষের ডাক-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত জাহাঙ্গীর ও জাহিদকে গুরুতর অবস্থায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনা রাতেই রূপসা থানায় অবহিত করা হয়েছে বলে জানিয়েন আহত জাহাঙ্গীরের ভাই আব্দুস ছালাম।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।