অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান নির্বাচিত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
১৩ টি কেন্দ্রে পর্যবেক্ষন করে ও প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপ করে জানা গেছে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ডোবা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিকালে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়।
সকাল ১০ টায় আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজানের সাথে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। জনগণ তাদের স্বাধীন মতো কেন্দ্রে এসে ভোট দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কাজ করছে। অপরদিকে বেলা সাড়ে ১১ টার দিকে কথা হয় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাধন অধিকারীর সাথে । তিনি নির্বাচনের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন অবাধ এবং নিরপেক্ষভাবে সকল কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেন।
পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার তারেক ইকবাল আজিজ জানান, বেলা ১১ টা ৩৩ মি. পর্যন্ত ১৭০৮ জন ভোটারের মধ্যে ৬৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। কেন্দ্রে কোন প্রার্থীর অপ্রীতিকর আচরণ বা ঝামেলা হয়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
রিটানিং অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রব জানান, ১৪ হাজার ৬২০ জন পুরুষ, ১৪ হাজার ১৪৭ জন মহিলা ভোটারের মধ্যে প্রায় ২২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
অপরদিকে নির্বাচনের সমন্বয়ক উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম জানান, নির্বাচনকে অবাধ ও অর্থবহ করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানসহ ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বসাক, আব্দুল ওয়াদুদ এবং নয়ন কুমার রাজবংশী দায়িত্ব পালন করেছেন।
তাছাড়া নির্বাচনে র্যাবের ৩ টি ভ্রাম্যমাণ টিম, পুলিশের ৫ টি ভ্রাম্যমাণ টিম, বিজিবি’র একটি শক্তিশালী টিম, প্রতিটি কেন্দ্রে ১ জন পুলিশ পরিদর্শক, ৪ জন কনস্টেবলসহ ২২ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বামনডাঙ্গা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে রিয়াদ নামে এক যুবককে ৫ হাজার টাকা অর্থ দন্ড করেন এবং ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শামীম ফকির নামে এক যুবককে একটি চাপাতি ও হাতুড়িসহ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খুলনা গেজেট/ টি আই