বিশ্বে জিআই পন্য হিসেবে খ্যাত, বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রণকারি অসাধু ব্যবসায়ির বিরুদ্ধে বুধবার (২৮ সেপ্টেম্বর) র্যাব-৬ অভিযান পরিচালনা করেছে। খুলনার রূপসা উপজেলার এক ব্যবসায়িকে অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব সূত্রে, খুলনা জেলার রূপসা থানাধীন চর রূপসা এলাকায় একটি বাড়ীতে কতিপয় অসাধু ব্যবসায়ি অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল আজ বুধবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রূপসা, খুলনার সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারা মোতাবেক নূর ইসলাম(৬০), সাং-চর রূপসা, থানা-রূপসা, জেলা-খুলনাকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই বাড়ী থেকে ৫ কেজি অপদ্রব্য(জেলী) ও অপদ্রব্য (জেলী) পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয়। পরবর্তীতে অপদ্রব্য (জেলী) পুশের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় বিধিমোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়।