খুলনার রূপসার আঠারোবাকী নদীর পাশে গড়ে উঠা বিভিন্ন ইটভাটায় দীর্ঘদিন যাবৎ দখল করে রাখা সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের নেতৃত্বে এ ব্যাপারে অভিযান চালানো হয়।
অভিযানকালে আঠারো বেকি নদীর তীরে গড়ে উঠা বিভিন্ন ইটভাটায় ব্যবহৃত প্রায় ১০ একর সরকারী খাস জমি উদ্ধার করে লাল পতাকা টাঙ্গিয়ে চিহ্নিত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, পর্যায়ক্রমে সরকারী নির্দেশনা মোতাবেক ইটভাটাসহ সকল সরকারী খাসজমি দখলমুক্ত করা হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনা মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এ হোসেন