খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

রায়েরমহলের আ‌লো‌চিত আমীর শেখ হত্যায় দুই আসা‌মি গ্রেপ্তার

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর রায়েরমহল মোল্লাপাড়া এলাকার আ‌লো‌চিত আমীর শেখ হত্যা মামলার এজাহার নামীয় দুই আসা‌মিকে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ৬ এর এক‌টি অ‌ভিযা‌নিক দল। শ‌নিবার (২৭ ন‌ভেম্বর ) সন্ধ্যা পৌ‌নে সাতটার দি‌কে তা‌দের দুই জন‌কে গ্রেপ্তার কর‌তে সক্ষম হয় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হ‌লো, রা‌য়েরমহল মোল্লাপাড়া এলাকার দাউদ মোল্লার ছে‌লে মোয়া‌জ্জেম মোল্লা ও একই এলাকার মোতালেব মোল্লার ছে‌লে মিজান মোল্লা।

র‌্যাব সূত্র জানায়, আমীর শেখ নিহত হওয়ার পর থে‌কে ওই এলাকায় তারা ছায়া তদন্ত ও গো‌য়েন্দা নজরদা‌রি শুরু ক‌রে। তাছাড়া জ‌মিজমা নি‌য়ে মোল্লা প‌রিবা‌রের সা‌থে তা‌দের বি‌রোধ দীর্ঘদি‌নের। এ বি‌রো‌ধের জের ধ‌রে তিনি নিহত হ‌য়ে‌ছেন যা বাদী এজাহা‌রে উ‌ল্লেখ ক‌রে‌ছেন। তাছাড়া আমীর শেথ হত্যা মামলার মোয়া‌জ্জেম ও মিজান যথাক্রমে ১ ও ৩ নং আসা‌মি। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌দের দুই জন‌কে ব‌টিয়াঘাটা উপ‌জেলার বি‌ভিন্নস্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে গ্রেপ্তার করা হয়। তা‌দের দুই জন‌কে ব‌টিয়াঘাটা থানায় হস্তান্ত‌রের প্রক্রিয়া চল‌ছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!