নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয়, প্রতিশ্রুতিসহ রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনি এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা। ফলে দলের কেন্দ্রীয় নেতা হওয়া সত্বেও আজিজুল বারি হেলাল নিয়মিত সময় দিচ্ছেন তার নির্বাচনি এলাকায়। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে রূপসা তেরখাদা ও দিঘলিয়ার প্রতিটি ইউনিয়ন পর্যায়ের মানুষের কাছে পৌছে গেছেন তিনি। এতে তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যপক আগ্রহ সৃষ্টি হয়েছে তার প্রতি।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ২০১৮ সালের নির্বাচনে রূপসা তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে খুলনা ৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির তথ্য সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারি হেলাল। জনপ্রিয় থাকা সত্বেও রাতে ভোট হওয়ায় ঐ আসনে নির্বাচিত হতে পারেননি তিনি। তবে নিজের নির্বাচনী এলাকার বিএনপির রাজনীতিতে বরাবর সক্রিয় ছিলেন এই নেতা। গত ৫ আগষ্ট ছাত্রজনতার গন অভ্যূত্থানের পর থেকে নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি।
বিএনপি’র নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজিজুল বারী হেলাল প্রতি ইউনিয়নে সভা-সমাবেশ করেছেন। যে কারণে নেতাকর্মীরা উৎজীবিত হয়েছে, পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্টান ছাড়াও বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে দৃষ্টি আকর্ষন করেছেন তৃনমূল নেতা কর্মীদের।
তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাউছার আলী বলেন, বিগত দিনে আমরা যে হামলা-মামলার স্বীকার হয়েছি, প্রতিটি ক্ষেত্রে আমাদের নেতা হেলাল ভাই সহযোগিতা করেছেন। আমরা চাই তিনি এ আসনে মনোনয়ন পেয়ে আধুনিক এলাকায় রূপান্তরিত করবেন।
এ বিষয়ে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত জানান, হেলাল ভাই গত ১৭ বছর ধরে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আগলে রেখেছেন। তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল মনোনয়ন পাবে এটা নেতা কর্মীদের প্রত্যাশা।
আজিজুল বারী হেলাল হেলাল “খুলনা গেজেট”কে বলেন,ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার বাংলার মাটিতে যে অন্যায় অবিচার করেছে তা আর জনগন করতে দেবে না। তিনি সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা গেজেট/ টিএ