শোক ও শ্রদ্ধায় যশোরের প্রথিতযশা সাংবাদিক দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে সাংবাদিকরা কালোব্যাজ ধারণ, শোকর্যালি, শহরের চারখাম্বার মোড়ে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাজনীতিকরণেই মূলত সাংবাদিক মুকুল হত্যার বিচার হচ্ছে না। দেশে ক্ষমতাসীন সবদলই সাংবাদিক হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে সংকুচিত করেছে। এরই ধারাবাহিকতায় আটকে গেছে মুকুল হত্যা মামলাটি।
সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি এম. আইউবের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ব্যাংকার আক্তারুল আলম বাবুল, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়নের যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম ও জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসএম সোহেল।
এরআগে সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে কালোব্যাজ ধারণ করেন সাংবাদিকবৃন্দ। এরপর শোক র্যালির মাধ্যমে শহরের চারখাম্বারমোড়ে শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মৃতিস্তম্ভে পুস্পপস্তবক অর্পণ করা হয়। ফুলেল শ্রদ্ধা জানান প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, গ্রামের কাগজ পরিবার, বিবর্তন, অনির্বাণ সংসদ, বেজপাড়া টিবি ক্লিনিক কমিউনিটি পুলিশিং ফোরামসহ বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল শহর থেকে রিকশাযোগে বেজপাড়ায় বাড়িতে যাবার পথে চারখাম্বার মোড়ে দুর্বত্তদের বোমা হামলায় নিহত হন।