খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রাজধানীতে রেলপথ অবরোধ করে অস্থায়ী রেলকর্মীদের বিক্ষোভ

গেজেট ডেস্ক

চাকরির স্থায়িত্ব ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীতে রেলপথ অবরোধ করে অবস্থান নিয়েছেন শত শত অস্থায়ী রেলকর্মী। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর এফডিসি সংলগ্ন রেলপথ অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা।

অস্থায়ী রেলকর্মীরা জানান, সারাদেশে বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলওয়েতে কাজ করছেন। ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ী করার চুক্তি ছিল। কিন্তু আজও রেল ওয়ে কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ তারা।

এদিকে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী রেলকর্মীরা।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, খবর পেয়েছি এফডিসি সিগন্যালে রেলপথ অবরোধ করে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলওয়ে পুলিশের সদস্যরা।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!