খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

রশিদকে ফিরিয়ে মেহেদীর চার

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।

ইংল্যান্ড- ৩৫৮/৮ (৪৯ ওভার)

রশিদকে ফিরিয়ে মেহেদীর চার

তবে এই উইকেটটাতে বড় অবদান তাওহীদ হৃদয়ের। মেহেদীকে টেনে কাউ কর্নারের দিকে মেরেছিলেন আদিল রশিদ। সীমানা পেরিয়ে যাওয়ার আগে সেটি ছুড়ে দেন হৃদয়, যেটি নেন শান্ত। হৃদয়ের বড় ভূমিকা থাকলেওস্কোরকার্ডে এ ক্যাচ থাকবে শান্তর নামেই।

শান্তর দুর্দান্ত ক্যাচে সাজঘরে কারান

লং অফ থেকে বাঁয়ে ছুটে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ তালুবন্দী করলেন শান্ত। মেহেদীর তৃতীয় শিকার হয়ে সাজঘরে স্যাম কারান। আউট হওয়ার আগে করেছেন ১৫ বলে ১১ রান। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দলে ফিরেছিলেন শেখ মেহেদী। নির্বাচকদের আস্থার প্রতিদান দিচ্ছেন দারুণভাবে।

ব্রুককে ফেরালেন মেহেদী

শেষ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে উইকেটে ছিলেন হ্যারি ব্রুক। ৪৫তম ওভারে এই ব্যাটারকে ফিরিয়ে ইংলিশদের লাগাম টেনে ধরলেন শেখ মেহেদী। এই অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে উপরে তুলে দেন ব্রুক। এর আগে তার ব্যাট থেকে এসেছে ২০ রান।

শরিফুলের জোড়া আঘাতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

উইকেটে এসেই আক্রমণাত্মক শুরু করেছিলেন জস বাটলার। তবে বিধ্বংসী হয়ে ওঠার আগেই এই উইকেটকিপার ব্যাটারকে ফেরালেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন বাটলার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ২০ রান। বাটলার ফেরার পরের বলেই ফিরেছেন লিয়াম লিভিংস্টোনও। এই মিডল অর্ডার ব্যাটারকেও দুর্দান্ত ডেলিভারীতে বোল্ড করেছেন শরিফুল। ডাক খেয়ে লিভিংস্টোন সাজঘরে ফিরলে কিছুটা দেরিতে হলেও লড়াইয়ে ফিরল বাংলাদেশ।

মালানকে বোল্ড করলেন মেহেদী

অবশেষে থামলেন মালান। মেহেদীর টসড আপ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। ১০৭ বলে করেছেন ১৪০ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। সেঞ্চুরির পর ১৬ বলে তিনি করেছেন ৪০ রান। রুটের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থেমেছে ১৫১ রানে।

রুটের ফিফটি, উড়ছে ইংল্যান্ড

ধীরগতির শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছে জো রুট। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৪ বল খেলেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। মালানের সঙ্গে রুটের জুটি ইতোমধ্যেই শতরান পেরিয়ে গেছে। উইকেটের খোঁজে দিশেহারা বাংলাদেশ।

মালানের সেঞ্চুরি, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

প্রথম ফিফটিতে ৩৯ বল খরচ করেছিলেন মালান। এরপর রানের গতি কিছুটা কমিয়েছেন। তাতে পরের ৫০ রান তুলেছেন ৫২ বলে। সবমিলিয়ে ৯১ বলে তিন অঙ স্পর্শ করেছেন এই ওপেনার।

বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

বেয়ারস্টো ফেরার পর কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। উইকেটে এসে দেখে-শুনেই শুরু করেন জো রুট। তবে উইকেটে থিতু হয়ে হাত খুলতে শুরু করেছেন এই অভিজ্ঞ ব্যাটারও। অপর প্রান্তে অবিচল আছেন মালান। এই দুইজনের ব্যাটে বড় সংগ্রহের পথেই হাঁটছে ইংলিশরা।

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

উড়ন্ত সূচনার পর সাকিব-মিরাজদের পাত্তায়ই দিচ্ছিলেন না মালান-বেয়ারস্টো। বারবার বোলিং পরিবর্তন করেও সাফল্যের দেখা মিলছিল না। দল যখন বিপদে তখন আরও একবার এগিয়ে আসেন সাকিব। শেষ পর্যন্ত অধিনায়কের হাত ধরেই ব্রেকথ্রু পেল বাংলাদেশ। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি খানিকটা দ্রুতগতির ছিল। টার্ন করেনি। ব্যাকফুটে গিয়ে ভুল করেছেন বেয়ারস্টো। আড়াআড়ি খেলতে গিয়ে হয়েছেন বোল্ড। ৫২ রান করা এই ওপেনার সাজঘরে ফেরায় ভেঙেছে ১১৫ রানের উদ্বোধনী জুটি।

শততম ম্যাচে বেয়ারস্টোর ফিফটি

ওয়ানডেতে নিজের একশতম ম্যাচ খেলতে নেমেছেন বেয়ারস্টো। যে কারণে ম্যাচের আগে একটা বিশেষ ক্যাপও পেয়েছেন এই ওপেনার। বিশেষ এই দিনটা এবার ফিফটিতে রাঙালেন। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন ৫৪ বল।

মালানের ফিফটি

ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে সাকিবকে স্কয়ার লেগে ঠেলে এক রান নেন মালান। সেই সঙ্গে স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি। বিশ্বকাপে এটি তার প্রথম ফিফটি।

প্রথম পাওয়ার প্লেতে উইকেট শূন্য বাংলাদেশ

দশ ওভারের মধ্যেই ৫জন বোলার ব্যবহার করেছেন সাকিব। তিন পেসারের সঙ্গে হাত ঘুরিয়েছেন সাকিব-মিরাজও। তবে কেউই সাফল্যের দেখা পাননি। প্রথম পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলেছে ইংল্যান্ড।

৪৯ বলে ইংলিশদের ৫০

শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গেই রানের গতি বাড়িয়েছে ইংল্যান্ড। দুই ওপেনার মালান ও বেয়ারস্টোর সাবলীল ব্যাটিংয়ে ৪৯ বলেই প্রথম অর্ধশতক স্পর্শ করেছে ইংলিশরা।

শুরুতেই রিভিউ নষ্ট করলেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে নতুন বলে সুবিধা করতে পারেননি পেসাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই করেন তাসকিন-মুস্তাফিজ। ইনিংসের ৫ম ওভারে উইকেটের দেখাও পেতে পারতেন। মুস্তাফিজের বাউন্সারে পুল করেছিলেন ডেভিড মালান। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল উইকেটকিপারের গ্লাভসে জমা পড়লে কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এরপর রিভিউ নেন সাকিব। কিন্তু লাভ হয়নি। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেছেন বল মালানের কাঁধে লেগেছিল।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদী। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যা নিয়ে বেশ সমালোচনা সইতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বাড়তি বোলিং অপশন হিসেবে আজ যুক্ত হয়েছেন মেহেদী। ইংল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। মঈন আলীর বদলে দলে এসেছেন রিস টপলি।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!