বিভিন্ন দেশে নানা উৎসব উপলক্ষে চলে বিশাল মূল্য ছাড়, তবে এদেশে ঠিক উল্টো নিয়ম। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদেশে প্রতি বছর ঈদ ও রমজান মাস আসার আগেই পণ্যের দাম হু হু করে বাড়তে থাকে। এ বছর রমজান আসতে এখনো তিন সপ্তাহ বাকি, এর মাঝেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম।
অসাধু এবং মুনাফাখোর ব্যবসায়ীদের রুখে দিতে সরকারও বেছে নিয়েছে বিকল্প পথ। আর সেই বিকল্পটি হচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) র মাধ্যমে বিক্রয় পরিকল্পনা। নিত্য পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেক আগে থেকেই খোলা বাজারে চলছে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি ও পেঁয়াজ বিক্রি। রমজান উপলক্ষে আগামী ১ এপ্রিল থেকে এসব পণ্যের পাশাপাশি বিক্রি হবে ছোলা ও খেজুর।
সরেজমিনে খুলনা নগরীর বাজার ঘুরে জানা যায়, প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৭৫-৮০ টাকা, চিনি ৭০ টাকা এবং পেঁয়াজ ৩৫-৪০ টাকা। অন্যদিকে টিসিবি প্রতি লিটার সয়াবিন বিক্রি করছে ৯০ টাকা, মশুর ডাল ৫৫ টাকা, চিনি ৫০ টাকা এবং পেঁয়াজ ২০ টাকা।
টিসিবির উপ-উর্দ্ধতন কর্মকর্তা আনিসুর রহমান খুলনা গেজেটকে জানান, রমজান উপলক্ষে তেল, ডাল, চিনি, পেঁয়াজের সাথে ছোলা ও খেজুর বিক্রি শুরু হবে। এছাড়া আমরা বর্তমানে যে কয়টি স্পটে বিক্রি করছি এর সাথে সাথে পর্যায়ক্রমে সার্কিট হাউজ, শিববাড়ি মোড়, তেঁতুলতলা মোড়, সাত রাস্তা মোড়, নতুন রাস্তা, পিপলস জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, গাব তলা মোড় সহ কয়েকটি স্পটে বিক্রি হবে। যাতে করে সেবাটা ছড়িয়ে দিতে পারি।
তিনি আরও জানান, রমজানে সম্ভাব্য ৭/৮ টি ট্রাক প্রতিদিন নগরীর বিভিন্ন মোড়ে এই সেবা প্রদান করবে। এছাড়া খুলনার বাইরে আমরা সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও পিরোজপুরে টিসিবির কার্যক্রম চলছে।
খুলনা গেজেট/এনএম