খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক
নগরভবনে ৭ম বিশেষ সভা

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত কেসিসি’র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, অন্যান্য দেশে ধর্মীয় উৎসব প্রাক্কালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করা হয়। অথচ দু:খের সাথে বলতে হচ্ছে আমাদের দেশের কিছু ব্যবসায়ী অতি মুনাফার লোভে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় যা কোনভাবেই কাম্য নয়। পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কেসিসি’র পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র আজ বুধবার (৭ এপ্রিল) মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বাজার সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। মাহে রমজানকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন এ সভার আয়োজন করে।

সভায় জনসাধারণের সুবিধার্থে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ফরমালিন/কার্বাইড মুক্ত খাদ্যদ্রব্য বিক্রয় নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নগরীতে ফরমালিন/কার্বাইড যুক্ত ফল, মাছ, মাংস ইত্যাদি বিক্রয় রোধকল্পে বাজারসমূহে সার্বক্ষনিক মনিটরিং, কেসিসি’র আওতাধীন বাজারসমূহে বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক তদারকি কার্যক্রম জোরদারকরণ এবং খুচরা বিক্রেতাগণকে দোকানে পাকা রশিদ সংরক্ষণের আহবান জানানো হয়। এছাড়া কেসিসি পরিচালিত বাজারসমূহকে ক্রেতাদের নিকট নিরাপদ ও নির্ভরযোগ্য বাজারে পরিণত করার উপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় সিটি মেয়র সকলকে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বলেন, এ মাসে প্রত্যেক ব্যবসায়ীর সেবার মানসিকতা নিয়ে এবং বিবেক দ্বারা পরিচালিত হয়ে ব্যবসা পরিচালনা করা উচিত। ইচ্ছাকৃত মূল্যবৃদ্ধির কারণে রোজাদাররা যেন কোনরূপ চাপে বা উদ্বিগ্ন না থাকেন সেজন্য ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য আলী আকবর টিপু, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, বাজার সুপার মোঃ সেলিমুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বাজার কর্মকর্তা (কৃষি বিপণন অধিদপ্তর) আব্দুস সালাম তরফদার, টিসিবি’র উপ উর্ধ্বতন কার্যনির্বাহী মোঃ আনিছুর রহমান, সহকারী খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা জেসান ভুট্টো, পরিচালক এম এ মতিন পান্না, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এম এ কাফী, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, কেসিসি পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এএনএম মঈনুল ইসলাম নাসিরসহ নগরীর বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!