খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

রক্ত মিলবে ‘বাঁধন’ অ্যাপে

গেজেট ডেস্ক 

সারাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজ এমন ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। গত ২০২২ সালে ৬০ হাজার ৬৯৪ ব্যাগ রক্ত সরবরাহ করেছে সংগঠনটি। গত ২৬ বছরে ১০ লাখ ৪৩ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে। এছাড়া এই সময়ে ২২ লাখ ৪৭ হাজার মানুষকে রক্তের গ্রুপ জানানো হয়েছে। রক্তপ্রাপ্তিকে সহজ করতে চালু হতে যাচ্ছে বাঁধন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সহজেই চাহিদা মতো রক্ত মিলবে।

গত মাসের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৬তম বর্ষপূর্তি ছিল। এবারে প্রতিপাদ্য ছাব্বিশের স্বপ্নকথা, রক্তদানেই মানবতা। সরকারি ছুটি থাকায় স্বল্প পরিষরে আয়োজন ছিল সেদিন। তবে ব্যাপকভাবে ২৬ বছর পূর্তি উৎসব হবে ৯ নভেম্বর বৃহস্পতিবার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আলোচনা সভা, র‍্যালী ও সারাদেশের বাঁধন কর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া বাঁধন অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার বাঁধন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি ফাহিম হোসেন, সাধারণ সম্পাদক মো. আলামিন আলী, বাঁধনের সাবেক কর্মীদের সংগঠন বাঁধন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর আশাদুজ্জামান রিন্টু, প্রচার সম্পাদক ও বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সাহানোয়ার সাইদ শাহীন।

লিখিত বক্তব্য বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকীব আহমেদ বলেন, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন-এই মূলমন্ত্রে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্তদাতাদের সবচেয়ে বড় সংগঠন বাঁধন। বর্তমানে দেশের ৫৪টি জেলায় ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১২টি জোন, ১৪১টি ইউনিট ও ৩টি পরিবারের মাধ্যমে বাঁধন তাদের কার্যক্রম পরিচালনা করছে।

রক্তদান ও রক্তপ্রাপ্তিকে আরও সহজ করতে বাঁধন উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ২০২২ সালে ‘বাঁধন অ্যাপস’ উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়। বাঁধনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের ২৬ বছরের অভিজ্ঞতার আলোকে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের নানা বিষয়কে পর্যালোচনা করে বাঁধন অ্যাপস তৈরি করা হয়েছে।

এর মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতা বা অনুসন্ধানকারী কম সময়ের মধ্যে কাছাকাছি স্থানে রক্তের সন্ধান পাবে। ফলে বাংলাদেশে বাঁধন অ্যাপস স্বেচ্ছায় রক্তদান আন্দোলেনের জন্য নতুন একটি সংযোজন হবে। যার মাধ্যমে সহজেই যেকোনো মানুষ কাঙ্ক্ষিত রক্তদাতাকে খুঁজে পাওয়ার মাধ্যমে বাঁধনের সেবা পাবে। দেশের যেকোনো জায়গা থেকে রোগীর অবস্থানের উপর ভিত্তি করে প্রয়োজনীয় রক্তদাতার সন্ধান দেবে বাঁধন অ্যাপে।

রোগীর অবস্থানের পার্শ্ববর্তী রক্তদাতাকে খুঁজতে অ্যাপসে রোগীর অবস্থান ইনপুট দিতে হবে ডিজিটাল চাহিদাপত্রে। এই অ্যাপসের মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতা সরাসরি নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে উপকৃত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঁধন অ্যাপে সারাদেশের ৫৮টি জেলা থেকে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার রক্তদাতার তথ্য ইনপুট দেওয়া আছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। রক্তদানে আগ্রহী এই ৬০ হাজার রক্তদাতার সবাই বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। সারাদেশে বাঁধনের কার্যক্রম আছে এমন ইউনিটগুলোর নবীণ ছাত্রদের মধ্য থেকে নতুন রক্তদাতা এই অ্যাপে যুক্ত হতে থাকবে।

এছাড়াও রক্তদাতার খোঁজে বাঁধন অ্যাপসে যারা রেজিস্ট্রেশন করবে তারাও চাইলে রক্তদাতা হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবে। এভাবে সুবিধাভোগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে রক্তদাতার সংখ্যা বাড়তে থাকবে। অ্যাপসটিতে রক্তদাতার তথ্যের পাশাপাশি সারাদেশের ৫৮টি জেলার ২ হাজার হাসপাতালের তথ্য দেওয়া আছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!