যৌন হয়রানির অভিযোগে মোঃ নাঈম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার(২৭ মার্চ) খালিশপুর বিআইডিসি রোড থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার যুবক খালিশপুর টিএন্ডটি মোড় এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে।
খালিশপুর খানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোঃ নাঈম নগরীর নিউমার্কেট এলাকার একটি মাদ্রাসায় পার্ট টাইম চাকরি করতেন। সেখানে তিনি বাংলা পাঠদান করতেন। এছাড়া খালিশপুর হাউজিং এলাকায় তার একটি কোচিং সেন্টারও রয়েছে। ভিকটিম (৭) ওই কোচিং সেন্টারের একজন শিক্ষার্থী।
শনিবার (২৬ মার্চ) বিকেলে কোচিং শেষে সব শিশুরা বের হলে ভিকটিমকে কোচিংয়ের ওই ঘরে রেখে দেয় শিক্ষক নাঈম। ঘরে একা পেয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে নাঈম। কোচিং থেকে বের হয়ে শিশুটি মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। পরে বিষয়টি জানাজানি হলে সকালে পুলিশ ভিকটিমের পরিবারকে থানায় নিয়ে আসে।
দুপুর সাড়ে ১২ টার দিকে নাঈমকে খালিশপুর বিআইডিসি রোড বনফুল কাউন্টারের সামনে থেকে আটক করে। শিশুটির পরিবার থানায় কোন মামলা দায়ের করতে চাইছে না। তবে এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে খালিশপুর থানার ওসি এ প্রতিবেদককে জানিয়েছেন।
খুলনা গেজেট/ এস আই