খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক ও যুব সমাজের আইকন। তাই সকল পর্যায়ের যুবলীগের নেতাকর্মীকে তাকে অনুসরণ করা উচিত।
বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলা যুবলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু, খান শাহাজান কবীর প্যারিস, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, আওয়ামী লীগ নেতা স,ম জাহাঙ্গীর, বিনয় কৃষ্ণ হালদার, জেলা যুবলীগ নেতা হারুনার রশীদ, নাসির হোসেন সজল, ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস, আশিষ রায়, যুবলীগ নেতা বাদশা মিয়া, সাইদুজ্জামান ছগির,এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমান রিচি, সরদার জসীম উদ্দীন, সুব্রত বাগচী, আঃ মজিদ শেখ, শামীম হাসান লিটন, খান জাহিদ হাসান, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, শারাফাত হোসেন উজ্জল, মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুর রহমান ইমন, মেজবাবুর রহমান, আবুল কালাম আজাদ, মৃনাল সরকার, তারেক আজিজ, রউফ শিকদার, মিলন মোল্যা, রবিউল ইসলাম, আঃ রশিদ, মহিউদ্দিন মানিক, সাইফুল ইসলাম শাওন, কৃষ্ণ কুমার শীল, এহতেশামুল হক অপু, মইনুল ইসলাম নিয়ন, মহিউদ্দীন খান প্রিতম, বাপ্পা রাজ, রাকিবুল ইসলাম রকি, জিল্লু শেখ, জাহিদ শেখ, জ্যাকি ইসলাম সজল, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল , সারিরুল ইসলাম হিমেল, রাহাত আমিন প্রমূখ।সূত্র : প্রেস রিলিজ।
খুলনা গেজেট/কেএম