১১ নভেম্বর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি কর্মসুচী গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা।
কর্মসুচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে সাতটায় শহীদ হাদিস পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুব জাগরনের অগ্রদূত, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন।
দুপুর তিন টায় নগরীর সকল ওয়ার্ড ও থানা যুবলীগের নেতৃবৃন্দ এবং মহানগর যুবলীগের নেতৃবৃন্দ মিছিল সহকারে হাদিস পার্কে যুব সমাবেশে অংশ গ্রহণ করবেন। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
সমাবেশে প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিয়িাম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার।
যুব সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ। সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
খুলনা গেজেট/এনএম