”এসো ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র, শান্তি আর অধিকার প্রতিষ্ঠার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রোববার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়স্থ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের অঅয়োজন করা হয়।
এউপলক্ষে বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে যুব সমাজে মিলিত হয়।
সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান আলী আকবর চুন্নু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, মো.নুরুজ্জামান লিটন, সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী, জেলা মহিলা দলের সদস্য সচিব ফরিদা আক্তার বিউটি প্রমূখ।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চুন্নু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ যুবদল রাজপথে থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নিয়মতান্ত্রিক ভাবে বিএনপি সরকার গঠন করবে। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনা হবো নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। একই সাথে জেলা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রামের আহবানও জানান তিনি।