যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ওই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী রনজিৎ রায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন তারা।
সুকৃতি মন্ডলের আইনজীবী আমিনুল ইসলাম এবং রনজিৎ রায়ের আইনজীবী তানজিমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার এ দিন নির্ধারণ করেন। ওইদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর এনামুল হক প্রার্থিতা ফিরে পান। হাইকোটের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ঋণ খেলাপির অভিযোগে এনামুল হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন এ দুই প্রার্থী । শুনানি শেষে ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ওই রায়ের বিরুদ্ধে রিট করেন এনামুল হক বাবুল। এরপর তিনি হাইকোর্টে রিট করলেও সেটি খারিজ হয়ে যায়। পরে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে এনামুল হকের প্রার্থিতা ফিরিয়ে দেন।
খুলনা গেজেট/এমএম