স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল যশোর হাসপাতাল, যবিপ্রবিসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী তিনি পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বুধবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরা থেকে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছান ডাক্তার ফ্লোরার নেতৃত্বাধীন পরিদর্শন টিম। তাদেরকে শুভেচ্ছা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়। টিমের সদস্যরা করোনা ওয়ার্ড পরির্দশন ও রোগীদের বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় ডাক্তার ফ্লোরা আশ্বাস দিয়েছেন হাসপাতালে স্থাপন করা আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারে উর্ধ্বতন পর্যায়ে দেন-দরবার করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে পরিদর্শন টিম বিকেল সাড়ে ৩টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে যান। তাদেরকে শুভেচ্ছা জানান সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন ও ডেপুটি সিভিল সার্জন ডাক্তার প্রতিভা ঘরাই।
করোনা প্রতিরোধে যশোর স্বাস্থ্য বিভাগের মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমসহ কন্ট্রোল রুমে কর্মরতদের বিভিন্ন বিষয়ে পরার্মশ দেন।এর আগে দুপুর আড়াইটার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) করোনা টেস্টিং ল্যাব জিনোম সেন্টার পরিদর্শন করেন ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরার নেতৃত্বাধীন টিমের সদস্যরা।
জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্যদের ডাক্তার ফ্লোরা জানান, করোনা সংক্রমণের প্রাদুর্ভাবের শুরুতে রোগী শনাক্তের ক্ষেত্রে নমুনা পরীক্ষার জন্য দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের যোগাযোগ হয়। সবাইকে পেছনে ফেলে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে করোনা টেস্ট শুরু করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জিনোম সেন্টারের উন্নতমানের ল্যাব সেটআপ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ল্যাবটির সহযোগী পরিচালক অধ্যাপক ডক্টর ইকবাল কবীর জাহিদজিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্য ডক্টর তানভীর ইসলাম, ডক্টর সেলিনা আক্তার, ডক্টর শিরিন নিগার, ডক্টর হাসান মোঃ আল-ইমরান প্রমুখ।
এদিকে, দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের প্লেকর্নার উদ্বোধন করে অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডাক্তার হাবিবুর রহমান, যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন্নাহার প্রমুখ।
খুলনা গেজেট/এ হোসেন