খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

মৃত ব্যক্তির ইসিজি করে টাকা হাতিয়ে নিল দালাল চক্র !

যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নিয়েছে দালাল চক্র। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। রোগীর স্বজনদের অভিযোগ দালালদের কারণে জিম্মি হয়ে পড়েছেন তারা।

সাতক্ষীরা জেলা সদরের ঘোনা গ্রামের আমির হোসেন বলেন, ভোরে নছিমনে মাছ নিয়ে যশোর বড়বাজারে আসছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা নামকস্থানে বিপরিতমুখী একটি ট্রাক মাছ বোঝাই নছিমনে মুখোমুখি ধাক্কা দেয়। এতে নছিমন চালক ও আমি অচেতন হয়ে পড়ি। গুরুতর অবস্থায় স্থানীয়রা আমাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় নছিমন চালক তুফান আলী (২৬) মারা যান। মৃত্যুর পরে ৩/৪ দালাল এসে মৃত তুফানের মরদেহ ইসিজি করে ২শ’ টাকা দাবি করে হাতিয়ে নেন।

তিনি আরো বলেন, সকালে প্রায় ৫০ লাখ টাকার মাছ নিয়ে আসছিলাম। মাছ রাস্তায় পড়ে আছে। মাছ ফেরত পাবো কীনা সংশয় রয়েছে। তারপরে দুর্ঘটনার পর যে ওষুধ কিনতে হয়েছে সে টাকাও দেয়া হয়নি। অথচ মৃত ব্যক্তির ইসিজি করে পকেটে থাকা সর্বশেষ ২শ’ টাকা হাতিয়ে নিয়েছে তারা।

এদিকে, হাসপাতালে অবস্থানরত রোগীর স্বজনরা জানান, হাসপাতালে রোগী প্রবেশ করলেই দালালরা উপকারের নামে এগিয়ে আসে। এরপর নানাভাবে বাড়তি টাকা হাতিয়ে নেয়।

জানতে চাইলে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার মাহফুজা তামান্না ও কর্মরত নার্সরা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হওয়ায় তুফান আলী মারা যান সকাল ৮টা ৪৫ মিনিটে। এরপর কি হয়েছে বলতে পারবো না।

তারা বলেন, আমাদের কিছু করার নাই। দেশ ক্লিনিকের লোকজন সব সময় হাসপাতালে খবরদারি করে। আমরা ইসিজি করতে বলিনি, তারপরও ছুটে এসে দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমান ইসিজি করেছে। মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নিয়ে খুবই অন্যায় করেছে।

দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমানকে টাকা নেয়ার বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন, ভাই টাকা ফেরত দিয়ে দিচ্ছি। বিষয়টি আর বেশি দূর নিয়েন না।

এ বিষয়ে হাসপাতালের আরএমও আরিফ আহম্মেদ বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ড, করোনারী কেয়ার ইউনিট ও প্যাথলজি বিভাগে ৩টি ইসিজি মেশিন আছে। তবে সার্জারি ওয়ার্ডে ইসিজি নেই। ইসিজির নামে লাশ নিয়ে অর্থ বাণিজ্যের ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন বলেন, জেনারেল হাসপাতাল পরিচালনার বিষয়ে আমাদের তেমন কিছু করার নেই। তবে অভিযুক্ত ক্লিনিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টার রকিবুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক তুফান আলীর মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!