যশোর জেনারেল হাসপাতালের রেডিওলজিস্ট ডাক্তার সৈয়দ সাজ্জাদ কামাল (৫৪) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছেন। শনিবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
গত ১৮ অক্টোবর তিনি যশোর হাসপাতালে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি করোনা টেস্ট করালে রিপোর্ট নেভেটিভ হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার করোনা পজিটিভ হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। ডাক্তার সৈয়দ সাজ্জাদ কামাল চিরকুমার ছিলেন। তিনি রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
খুলনা গেজেট/কেএম