খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে বহিষ্কার ৪, অনুপস্থিত ১৮৬৭

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিনে এসএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় নকল করার দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে এদিনের পরীক্ষায় ১ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। সোমবার (১৯ সেপ্টেম্বর) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এদিন যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল। খুলনা বিভাগের দশ জেলার ২৯৩টি কেন্দ্রে এদিনের পরীক্ষায় ১ লাখ ৬২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিলো। এর বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬০ হাজার ৮৪৪ জন। অনুপস্থিত ছিলো ১ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ না নেয়া শিক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৫১, বাগেরহাটে ১৪০, সাতক্ষীরায় ১৮৫, কুষ্টিয়ায় ১৯৭, চুয়াডাঙ্গায় ১৬৯, মেহেরপুরে ১০৭, যশোরে ২৯৮, নড়াইলে ১২২, ঝিনাইদহে ২৭৬ ও মাগুরায় ১২২ জন রয়েছে।

এদিকে, এদিনের পরীক্ষায় নকল করার দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এদেরমধ্যে বাগেরহাটের শরণখোলা কেন্দ্রে ২ জন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ কেন্দ্রে ১ জন ও ঝিনাইদহের উত্তর নারায়নপুর কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!