খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

যশোর বিএনপি অফিস পুড়ানো মামলায় কারাগারে আ’লীগ নেতা খালেক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে বিএনপি অফিস পুড়ানো মামলায় আদালতে চালান দিয়েছে ডিবি পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে ডিবির একটি টিম শহরের এমএম আলী রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আটক আব্দুল খালেককে শহরের লালদীঘিপাড়ের বিএনপি অফিস পুড়ানো মামলার আসামি। এ মামলায় রাতেই তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে সকালে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!