খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

যশোর পৌরসভায় চার মেয়র প্রার্থীসহ ৮২ জনের মনোনয়নপত্র জমা

যশোর প্রতিনিধি

আসন্ন যশোর পৌরসভা নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ৮২জন মনোনয়পত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে রয়েছে চারজন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুর রহমান কাকন মৃধা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর। অবশ্য, বর্তমান মেয়র জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু মনোনয়নপত্র কিনলেও তা জমা দেননি। জমা দেননি জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এএসএম হুমাযুন কবীর কবু।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার গনি খান পলাশের সাথে মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির কবু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইমামুল কবীর, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

বিএনপির মনোনীত প্রার্থী মারুফুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,সদস্য আব্দুস সবুর মন্ডল, প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল।

সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানান, বিভিন্ন পদে মোট ৯৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৮২ জন।
কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আহম্মদ শাকিল, জাকির হোসেন রাজিব, মুজিবর রহমান, টিপু সুলতান ও সহিদুর রহমান।

দু’ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, সাবেক কাউন্সিলর শেখ সালাউদ্দিন,ইকবাল কবির,তপন কুমার ঘোষ,মীর মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম, টুটুল মোল্লা, আশরাফুল কবির বিল্লাল,অনুব্রত সাহা মিঠুন ও ওসমানুজ্জামান চৌধুরী।

তিন নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু, উম্মে মাকসুদা মাসু, কামরুজ্জামান, দেলোয়ার হোসেন টিটো, ওমর ফারুক, শামিম আহমেদ রনি, সাব্বির মল্লিক ও শফিকুল ইসলাম।

চার নম্বরে জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর মেস্তাফিজুর রহমান মুস্তা, জাহিদ হোসেন, ফেরদৌস হোসেন ও মঈনুদ্দীন।

পাঁচ নম্বর ওয়ার্ডে জমা দিয়েছেন সাত জন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি,মিজানুর রহমান, রাজিবুল আলম, হাফিজুর রহমান, মোকছেদুর রহমান ভুট্টো, শরীফ আব্দুল্লাহ আল মাসউদ ও শাহাজাদা নেওয়াজ।

ছয় নম্বরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর আলমগীর কবীর সুমন, এসএম আজাহার হোসেন স্বপন, আশরাফুজ্জামান, আনিছুজ্জামান, পাপিয়া আক্তার, আশরাফুল হাসান, আজিজুল ইসলাম ও বিল্লাল পাটোয়ারী।

সাত নম্বরে জমা দিয়েছেন নয়জন। তারা হলেন,বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফা, শামসুদ্দিন বাবু, আবু শাহ জালাল, শাহেদুর রহমান, শাহেদ হোসেন, কামাল হোসেন, এসএম মাহমুদ হাসান, জুলফিকার আলী, আবু শাহ জালাল (২) ও রবিউল ইসলাম রবি।

আট নম্বরে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন,বর্তমান কাউন্সিলর সন্তোষ দত্ত, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, প্রদীপ কুমার নাথ বাবলু, গৌরাঙ্গ পাল বাবু ও ওবাইদুল ইসলাম রাকিব।

নয় নম্বরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর আজিজুল ইসলাম, শেখ ফেরদৌস ওয়াহিদ, শেখ নাছিম উদ্দিন পলাশ, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, শেখ শহিদ, স্বপন কুমার ধর, খন্দকার মারুফ হুসাইন, আবু বক্কর সিদ্দিকী ও রিয়াজ উদ্দিন।

এছাড়া, সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর আইরিন পারভীন, আয়েশা ছিদ্দিকা, সান-ই শাকিলা আফরোজ, সুফিয়া বেগম, অর্চনা অধিকারী, রেহেনা পারভীন, রুমা আক্তার, রোকেয়া বেগম ও সেলিনা খাতুন।

সংরক্ষিত দু’ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাসিমা আক্তার জলি ও নাছিমা সুলতানা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত তিন নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন রোকেয়া পারভীন ডলি ও সালমা আক্তার।

আগামীকাল ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!