যশোর থেকে অপদ্রব্য পুশ করা এক টন চিংড়ি মাছ জব্দ করেছে র্যাব। শনিবার (২ জুলাই) রাজারহাট এলাকার হাইওয়ে রোডে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে পুশ করা চিংড়ি পরিবহণের ট্রাকটি আটক করা হয়।
এসময়ে জেলি পুশ করা প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘন করার অপরাধে চিংড়ি মাছের মালিক মোঃ রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
র্যাব জানায় শনিবার র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে ১টি ট্রাকে চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে যশোর হয়ে সিলেট যাবে।
এমন সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা মৎস্য অফিসার এর সমন্বয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজাহাট এলাকায় হাইওয়ে রাস্তার উপর রাত সাড়ে ১১ টার সময় অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে।
এসময় একটি ট্রাক থামিয়ে ট্রাকে থাকা ১ টন জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করে। এসময় চিংড়ি মাছের মালিক মোঃ রুবেল হুসাইনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলি পুশ করা চিংড়ি মাছ যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা মৎস্য কর্মকর্তা ধ্বংস করেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে।