খুলনা, বাংলাদেশ | ১২ আষাঢ়, ১৪৩১ | ২৬ জুন, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে
পুলিশ পরিচয়ে মাইক্রোবাস ছিনতাই

যশোর থেকে চার ছিনতাইকারী আটক, গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পুলিশ পরিচয়ে ছিনতাইকৃত মাইক্রোবাসসহ চার ছিনতাইকারীকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। আটককৃতরা হলো, নড়াইলের নড়াগতি নয়নপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মিজানুর রহমান, যশোরের শার্শা উপজেলার সাতমাইল গ্রামের নুর আলমের ছেলে কামরুজ্জামান, একই এলাকার মজির উদ্দীনের ছেলে দোলোয়ার হোসেন ও সাতক্ষীরার মাশখোলা গ্রামের জুমাদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন।

বাঘারপাড়া থানার এস আই নবুওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় যশোরের বাঘারপাড়া বাজার থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ব্যবহৃত (ঢাকা মেট্রো চ-১৯-৬৯৯৪) নম্বরের কালো রঙের এক্স নোয়াহ মাইক্রোবাসটি ছিনতাই হয়ে গেছে। তিনি এ গাড়িতে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকায় অন্য একটি মাইক্রোবাস তাদের গাড়িটির গতিরোধ করে। গতিরোধকারী মাইক্রোবাস থেকে ৭/৮ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দেয় ও তাকে মারধর করে ড্রাইভারসহ তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।

এরপর তার মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাদের মাইক্রোবাস নিয়ে চলে যায়। এরপর তিনি গাড়িটি অনুসরণ করে যশোরে চলে এসেছেন। এক পথচারীর মোবাইল নিয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি যশোর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে জানালে পুলিশি তৎপরতা শুরু হয়। ছিনতাইকৃত গাড়িটি আটকের অভিযান শুরু করে পুলিশ। সকাল সাড়ে দশটায় বাঘারপাড়া থানা পুলিশের একটি দল শোভদেব নগর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে ও একইসাথে চার ছিনতাইকারীকে আটক করা হয়। এ বিষয়ে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!