খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি মিন্টু, সম্পাদক মিঠু

যশোর প্রতিনিধি

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক হয়েছেন সেলিম রেজা মিঠু। নির্বাচনে ১৭টি পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নয় হাজার ১৪৩ জন ভোটারের মধ্যে সাত হাজার ৬৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতা নির্বাচিত করেছেন।

নির্বাচনে আজিজুল আলম মিন্টু দোয়াত কলম প্রতীকে চার হাজার ১০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সভাপতি মামুনুর রশিদ বাচ্চু মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৪৩ ভোট।

সহসভাপতির তিনটি পদে লড়েছেন আটজন। এরমধ্যে আবু হাসান আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭৫ ভোট, শাহেদ হোসেন জনি হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৭৩৪ ও রবিউল ইসলাম লবিন তবলা প্রতীকে ২ হাজার ৪৭৮ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রার্থী রতন অধিকারী মই প্রতীকে ২ হাজার ২৫৪, জাহিদ হোসেন চরকা প্রতীকে ১ হাজার ৬২০, মারুফ হোসেন বটগাছ প্রতীকে ১ হাজার ২৬৩, শেখ আব্দুল হাকিম টায়ার প্রতীকে ১ হাজার ১৯৮ এবং ওমর আলী হাত পাখা প্রতীকে ৫৯৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’জন। এরমধ্যে সেলিম রেজা মিঠু ডালরেঞ্জ প্রতীকে ৪ হাজার ৮০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন পেয়েছেন ২ হাজার ৩৯১ ভোট।

যুগ্ম সম্পাদকের একটি পদে লড়েছেন চারজন, এরমধ্যে ষষ্টি দত্ত তরবারি প্রতীকে ২ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে রবিউল ইসলাম মিন্টু গাজী মোরগ প্রতীকে ২ হাজার ২৯০, সেলিম রেজা বিপ্লব মোমবাতি প্রতীকে ৭১১ ভোট, আসাদুজ্জামান গরুর গাড়ি প্রতীকে ১৪১ ভোট পেয়েছেন।

সহসাধারণ সম্পাদকের দু’টি পদে লড়েছেন আটজন। এদের মধ্যে কামরুল ইসলাম হাতুড়ি প্রতীকে দু’ হাজার ৯২ ও মুজিবর রহমান হাঁস প্রতীকে এক হাজার আটশ’ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে আব্দুর রহমান মিন্টু পেয়েছেন এক হাজার পাঁচশ’ ৫৮, রকিবুল হাসান ডাবলু তালা প্রতীকে নয়শ’ ৩০, অসিত কুমার বিশ্বাস সিংহ প্রতীকে আটশ’ নয়, রফিকুল ইসলাম খান ময়ূর প্রতীকে সাতশ’ ৮৯, আরসাদ আলী প্রজাপ্রতি মার্কায় সাতশ’ ২৪ ও রমজান আলী খান টিউবয়েল প্রতীকে পেয়েছেন ছয়শ’ ৮৮ ভোট।

সাংগঠনিক সম্পাদকের একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’জন। এ পদে মাইক প্রতীকে হারুনার রশিদ ফুলু তিন হাজার একশ’ ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী পেয়েছেন টিপু সুলতান কোদাল প্রতীকে দু’ হাজার আটশ’ ২৮ ভোট পেয়েছেন।

প্রচার সম্পাদকের একটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে একতারা প্রতীকে মিজানুর রহমান মিজু এক হাজার নয়শ’ ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহাজান কুড়াল প্রতীকে এক হাজার দুশ’ ৬৪, আব্দুর রহিম খাঁ বাবু খেজুর গাছ প্রতীকে সাতশ’ এক, সুব্রত ঘোষ দেয়াল ঘড়ি প্রতীকে ছয়শ’ নয়, আবু মোহাম্মদ হেদায়েতুল্লাহ হৃদয় মাছ প্রতীকে চারশ’ ৫৬ এবং আজিজুর রহমান রিপন কলা প্রতীকে পেয়েছেন চারশ’ ১০ ভোট।

কোষাধ্যক্ষ পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বাইসাইকেল প্রতীকে আব্দুল ওয়াদুদ দু’ হাজার একশ’ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শহিদুল ইসলাম স্লাইরেঞ্জ মার্কায় এক হাজার আটশ’ ৯৭ ও নজরুল ইসলাম বাবলু পাটোয়ারী টেবিল ফ্যান প্রতীকে এক হাজার একশ’ ৩৪ ভোট পেয়েছেন।

কার্যকরী সদস্যের ছয়টি পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মিজানুর রহমান মিজান ঘুড়ি প্রতীকে এক হাজার সাতশ’ ৯৯, তরিকুল ইসলাম ছাতা প্রতীকে এক হাজার সাতশ’ ১৪, আম প্রতীকে রবিউল ইসলাম ১৬শ’ ৯১, আব্দুর রাজ্জাক উট প্রতীকে ১৪শ’ ২৪, আব্দুর রউফ পাঞ্জা প্রতীকে ১৪শ’ ১২ এবং বাঘ প্রতীক নিয়ে আসিফ খান ১৩শ’ ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী খুলনা গেজেটকে জানান, শনিবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৬০ জন কর্মকর্তা নিয়ে ১৬টি টেবিলে বিভক্ত হয়ে ভোট গণনা শুরু হয়। সকলের সহযোগিতায় ফলাফল ঘোষণা করা হয় রাতে সাড়ে সাতটার দিকে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত যশোর সরকারি সিটি কলেজে এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!