ছাত্র মৈত্রী দেশের ক্রান্তিকালে ছাত্র জনতাকে নিয়ে বলিষ্ঠ ভ‚মিকা রেখেছে। ৫২, ৬৯, ৭১ ও ৯০সহ বিভিন্ন সময়ে ছাত্রসমাজ যে ভ‚মিকা রাখে দেশের আপামর জনতার অধিকার নিশ্চিত করার সংগ্রামে তা আবারও জাগিয়ে তুলতে হবে। অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে ছাত্রসমাজকে। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসা¤প্রদায়িক বিজ্ঞানভিত্তিক গণমুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য ছাত্রদেরই আওয়াজ তুলতে হবে। একইসাথে শিক্ষাঙ্গণে নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণে ছাত্র মৈত্রীকে ভ্যানগার্ড হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
যশোরে ছাত্র মৈত্রীর ১৪তম জেলা কাউন্সিলে বক্তারা এসব কথা বলেন। বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র মৈত্রীর আহ্বায়ক অরুপ মিত্রের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতা সহসভাপতি হারুন অর রশীদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন যুব মৈত্রী যশোরের সভাপতি অনুপ কুমার পিন্টু, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ খান এবং রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান ।
জেলা ছাত্র মৈত্রীর যুগ্ম-আহ্বায়ক শাখাওয়াত খান পরিচালিত সম্মেলনে অরুপ মিত্রকে সভাপতি, শাহীন হোসেনকে সাধারণ সম্পাদক ও বিপ্লব ঘোষকে সাংগঠনিক সম্পাদক করে যশোর জেলা ছাত্র মৈত্রীর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।