যশোর চেম্বার অব কর্মাসের নির্বাচন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। সেক্ষেত্রে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে তা দূর করার শর্ত দিয়েছেন বিচারক। রবিবার (১৫ জানুয়ারি) সদর সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজাতা আমিন এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী জানান, বুধবার বেলা ১১টায় বিবাদীপক্ষের মামলা খারিজ আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদী-বিবাদীপক্ষের আইনজীবীরা তাদের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। বিচারক উভয়পক্ষের বক্তব্য শুনে ভোটার তালিকার অসঙ্গতি দূর করে নির্বাচন সম্পন্ন করার আদেশ দেন।
গত ৭ জানুয়ারি যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের দিন ছিল। এরমধ্যে ৪ জানুয়ারি জাল আয়কর সনদ দিয়ে ভোটার করানো হয়েছে অভিযোগ তুলে মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান বাদী হয়ে যশোর সদর সহকারী জজ আদালতে মামলা করেন। এ মামলায় গত ৮ জানুয়ারি ব্যবসায়ী ঐক্য প্যানেলের ১৮ প্রার্থী বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে ব্যবসায়ী অধিকার পরিষদের ১৮ প্রার্থী বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত হন। এদিন মামলা খারিজের আবেদনের উপর শুনানি শেষে বিচারক রোববার আদেশের দিন ধার্য করেন। রোববার এক আদেশে বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। একইসাথে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন গুরুত্বপূর্ণ ও জরুরি হওয়ায় ভোটার তালিকা পুণরায় যাচাই এবং যদি কোনো অসঙ্গতি থাকে তা দূর করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়েছেন বিচারক।
ব্যবসায়ী অধিকার পরিষদ প্যানেল প্রধান এএসএম হুমায়ুন কবীর কবু বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চেম্বারের নির্বাচন নিয়ে করা মামলায় আমরা বিবাদীভূক্ত হয়েছিলাম। আইনি লড়াইয়ের মাধ্যমে নির্ভুল ভোটার তালিকায় নির্বাচনের দাবি ছিল আমাদের। আদালতও সেই আদেশ দিয়েছেন। গঠনতন্ত্রের আলোকে আমরা এখন দ্রুত নির্বাচন চাই।