যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়াটারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বৈদ্যুতিক হিটার থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান জানান, রাত ৮টার দিকে কারাগারে পাশ্ববর্তী স্টাফ কোয়াটারে আগুন লাগার পরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু এরইমধ্যে কারা স্টাফদের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো ৩টি টিম এসে নিয়ন্ত্রণ কাজে যোগ দেয় ও আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। জেলর বলেন, আগুনে ৬জন কারা স্টাফের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসময় কারাগার চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যশোর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন লেগে সব মালামাল পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক কারণেই এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই তারা জানাতে পারেননি। কোতয়ালী থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারাও আগুন লাগার খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারে যান। সেখানে পুলিশ সদস্যরাও আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।
খবর পেয়ে রাত সোয়া আটটার দিকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার সার্বিক খোঁজ খবর নেন ও তদারকি করেন।
খুলনা গেজেট / এআর / এমএইচবি