খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ৩০ নভেম্বর। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ ২০জন প্রার্থী বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনটি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনার ইসমত হাসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

অবশ্য এবার চমক দেখিয়েছে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল। তাদের এবার ৮জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকেও প্যানেল আকারে ৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর একজন স্বতন্ত্র হিসেবে মনোয়নয়পত্র জমা দিয়েছেন। তবে ১৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সুযোগও রয়েছে।

যশোর আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এমএ গফুরের নেতৃত্বে সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও আব্দুল লতিফ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা, গ্রন্থাগার সম্পাদক পদে ইলিয়াস সাদত (শাহাদৎ), সদস্য পদে মুন্সি মনজুরুল মাহমুদ, মাধবেন্দ্র অধিকারী, মৌলুদা পারভিন, এনামুল আহসান টিটুল মনোনয়নপত্র জমা দেন। তবে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেননি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনয়নপত্র জমা দানকালে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, আব্দুল মোহায়মেন, আমিনুর রহমান, আরএম মঈনুল হক খান ময়না, আরিফুল ইসলাম শান্তি, আব্দুল লতিফ লতা, গোলাম মোস্তফা মন্টু, আব্দুর রাজ্জাক, আসাদুর রহমান আসাদ, কাজী কামরুল ইসলাম, মুনসুর অর রশীদ পিংকু, জাফর আলতাফ, মাহমুদা খানম এবং সেলিম সরদার।

বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী আ ক ম মনিরুল ইসলামের নেতৃত্বে সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক ও মনজুর কাদির আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াজিউর রহমান, গ্রন্থাগার সম্পাদক পদে এসএম শাহারিয়ার হক ও সদস্য পদে শফিকুল ইসলাম, রওশনারা রুমা ও রফিকুল ইসলাম তাসমিম মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি এনামুল হাসান, গাজী মোহা. মাহাফুজুর রহমান, আব্দুল লতিফ, আসিম আহম্মেদ বাবু, আলমগীর সিদ্দিক, তাজউদ্দিন আহম্মেদ আব্দুর রহমান, আজহারুল ইসলাম এবং নুর ইসলাম, রেজাউল ইসলাম।

এদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত এ অংশের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাদিউজ্জামান সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, গাজী আবদুল কাদির, মোহাম্মদ আলী রায়হান, রফিকুল ইসলাম পিটু, খন্দকার দেলোয়ার হোসেন, বিমল রায়, গোলম নবী, এমদাদুল হক এমদাদ, গোলাম হেকমত, নাছির আলম, সৈয়দ কবির হোসেন জনী এবং আলমগীর হোসেন মোড়ল। এছাড়া, স্বতন্ত্র সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৌলতুন নেছা তরু।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অপর অংশের পক্ষ থেকে বৃহস্পতিবার সভাপতি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউসের মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। এছাড়া বর্তমান সভাপতি আবু মোর্তজা ছোটও এদিন একই পদে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ১৭ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওইদিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে। ৩০ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!