যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৬ নভেম্বর। নির্বাচনে ১৩টি পদে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বৃহস্পতিবার সদস্য প্রার্থী জান্নাতুল ফেরদৌস তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ কারণে সমিতির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পদাক পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
প্রার্থীরা হলেন, সভাপতি পদে মোহাম্মদ ইসহক, ইদ্রিস আলী (১) ও শরীফ নূর মোহাম্মদ আলী রেজা। সহ সভাপতির দুটি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, গাজী মাহফুজুর রহমান, নাছিম আহমেদ বাবু, আবুল কায়েস ও সিরাজুল ইসলাম লেন্টু। সাধারণ সম্পাদক পদে আবু মোর্তজা ছোট, মোস্তাফিজুর রহমান মুকুল ও নুরুজ্জামান খান। যুগ্ম সম্পদক পদে ইমদাদুল হক ইমদাদ, ইদ্রিস আলী (২), জুলফিকার আলী জুলু। সহকারী সম্পাদকের দুটি পদে আব্দুল করিম মন্ডল, মিতা রহমান, গোলাম নবী, নব কুমার কুন্ডু, তাহমিদ আকাশ, গ্রন্থাগার সম্পাদক পদে জাহিদুল ইসলাম সুইট, মুস্তাকিম মোস্তফা খান। কার্যকরি সদস্য ৫টি পদে যুথিকা ঘোষ, নাসিমা আক্তার রুবি, আফরোজা সুলতানা রনি, আকবর হোসেন, নুর ইসলাম নুরুল, বুলবুল হোসেন, রফিকুল ইসলাম রফিক।
আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে এবারের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতা নির্বাচন করবেন।