খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৭

যশোরে ২৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

যশোর প্রতিনিধি

আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরের নয়টি ওয়ার্ডে সোমবার পর্যন্ত ২৯জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার ১২জন কিনলেও ২৫ জানুয়ারি সে সংখ্যা বেড়ে দাড়িয়েছে উনত্রিশে। প্রার্থীরা অনেকটা উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, এক নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন, দুই নম্বরে দুইজন, তিন নম্বরে দুইজন, চার নম্বর ওয়ার্ডে একজন, পাঁচ নম্বরে চারজন, সাত নম্বরে তিনজন, আট নম্বর ওয়ার্ডে পাঁচজন এবং নয় নম্বর ওয়ার্ডে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোট পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় রয়েছেন টিপু সুলতান, জাহাঙ্গীর আহম্মদ শাকিল, সাহিদুর রহমান রিপন, মনিরুজ্জামান হিরু, জাকির হোসেন রাজীব। দ্ইু নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন ও ইকবাল কবীর, চার নম্বরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাহিদ হোসেন, পাঁচ নম্বরে রাজীবুল আলম, মোকছেদুর রহমান ভুট্টো, হাফিজুর রহমানসহ চারজন। আট নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মাসুমসহ চারজন, নয় নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন শেখ ফেরদৌস ওয়াহিদ, শেখ নাসিম উদ্দিন পলাশ ও আসাদুজ্জামান আসাদ। সাত নম্বর ওয়ার্ডে তিনজন ও তিন নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছন দু’জন। এছাড়াও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সান-ই-শাকিলা আফরোজ, রেহেনা পারভীন, আয়েশা সিদ্দিকা, উম্মে মাকসুদা মাশুসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে ছয় নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

 

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!