যশোরে হত্যাসহ ২৫ মামলার আসামি চিহিৃত সন্ত্রাসী রমজান শেখকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-৬ সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে। আটক রমজান শেখ রেলগেট পশ্চিমপাড়ার ফায়েক শেখের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি ২৫টি মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরের মুজিব সড়কে পিকাসো কোচিং সেন্টারের পেছনে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ভিত্তিতে তাৎক্ষনিক র্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে দুপুর ১টা ২০ মিনিটে রমজানকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানায়, রমজানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ২৫টি মামলা রয়েছে। এরমধ্যে সাতটি অস্ত্র, পাঁচটি বিস্ফোরক মামলা, একটি হত্যা মামলা, একটি ডাকাতি মামলা, চারটি হত্যা চেষ্টা মামলা ও সাতটি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন পালিয়ে থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছিল।
খুলনা গেজেট / আ হ আ