যশোরে ১৩টি চেক ডিজঅনার মামলার রায় ঘোষণা করেছে আদালত। এরমধ্যে ১১ মামলায় ১১ আসামিকে পৃথক মেয়াদে সাজা ও ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। বাকি দুটি মামলায় দু’ আসামির খালাস দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি ভীম সেন দাস।
আদালত সূত্র জানায়, সাতক্ষীরা জেলার শ্রীউলা গ্রামের লুৎফর গাজীর ছেলে নাজমুল হুদাকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লাখ টাকা অর্থদন্ড, যশোর সদর উপজেলার শাখারীগাতি গ্রামের আব্দুল আজিজের ছেলে মাসুদ সোহাগকে এক বছরের কারাদন্ড ও সাত লাখ টাকা জরিমানা, নড়াইল জেলার মুলদাইর গ্রামের ইদ্রিস শেখের ছেলে কামাল শেখকে এক বছরের কারাদন্ড ও চার লাখ টাকা অর্থদন্ড, যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হযরত আলীর ছয় মাসের কারাদন্ড ও তিন লাখ টাকা অর্থদন্ড, নীলফামারী জেলার বিসিক শিল্পনগরীর মদিনা ফ্লাওয়ার মিলের মালিক খালিদ ইকবালের ছয় মাসের কারাদন্ড ও দু’লাখ টাকা অর্থদন্ড, ঝিকরগাছা উপজেলার গদখালীর আব্দুর রহমানের স্ত্রী নাসরিনের তিন মাসের কারাদন্ড ও একলাখ ৪৭ হাজার টাকা অর্থদন্ড, শংকরপুর ইসহাক সড়কের আব্দুল গনির ছেলে আশরাফুল ইসলামের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একলাখ ৩৯ হাজার টাকা ৫০০ টাকা অর্থদন্ড, মেহেরপুরের মুজিবনগরের মজিল হকের ছেলে আহসান হাবীবের তিন মাসের কারাদন্ড ও ৮৩ হাজার ৭৮০ টাকা অর্থদন্ড, কেরানীগঞ্জ জেলার জয়নগর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মাসুদুর রহমানের দু’মাসের কারাদন্ড ও ৫৩ হাজার ৫০০ টাকা, মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আমির আলীকে এক মাসের কারাদন্ড ও ৪৩ হাজার ৪০০ টাকা অর্থদন্ড ও যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের অহেদ আলীর স্ত্রী শিল্পীয়ারা বেগমের এক মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়। আসামিরা সবাই পলাতক রয়েছেন। বাকি দুটি মামলায় দু’ আসামির খালাস প্রদান করা হয়।