যশোরে হারানো ৪০টি মোবাইল ফোন, ১৩জন ভিকটিম, ভুলবশত বিকাশ ও নগদে চলে যাওয়া এক লাখ নয় হাজার টাকা উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। টাকাসহ এসব মালামাল শনিবার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে এদিন দুপুর সাড়ে ১২টায় যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।
এতে জানানো হয়, গত আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়রিভুক্ত হারানো ৪০টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধার করা হয়। একইসাথে ভুলবশত অন্য মোবাইল ফোনে নগদ ও বিকাশে চলে যাওয়া আটজনের এক লাখ নয় হাজার নয়শ’ টাকা উদ্ধার করা হয়। হ্যাককৃত সাতটি ফেসবুক আইডি পুনরুদ্ধার ও নিখোঁজ ১৩জন ভিকটিম উদ্ধারে সহায়তা করা হয়েছে। যা সংবাদ সম্মেলন শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে মুকিত সরকার বলেন, চলতি মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে দুটি মামলা তদন্তধীন রয়েছে। এ দুটি মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।