যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ হত্যা মামলার আসামি হাসানের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।সোমবার
পুলিশের চাওয়া ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এ আদেশ দেন। হাসান শংকরপুর মাঠপাড়ার কাশেম আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন আসাদ।তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।এখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ নভেম্বর দুপুর ১২টায় মারা যান আসাদ।
এরআগে আসাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছোট ভাই সাইদুর রহমান চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। পরবর্তিতে হত্যা চেষ্টার মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়।হাসানসহ এ মামলার অন্য আসামিরা হলেন, শহরের বেজপাড়া বনানী রোডের আক্কাস আলীর ছেলে চঞ্চল, একই এলাকার খোকনের ছেলে আকাশ ও রায়পাড়ার বিপ্লব।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ আল মামুন অভিযুক্ত চঞ্চলকে আটক করেন। এরপর অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এর আগে গত ২৭ নভেম্বর রাতে একটি ওয়ান শুটারগান ও চারটি অবিস্ফোরিত বোমাসহ শহরের বকচর হুশতলা থেকে হাসানকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। একইসাথে হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। পরে তাকে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হলে আদালত সোমবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খুলনা গেজেট/ বিএমএস