জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০১৮ সালে গঠিত এ কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালকে আহবায়ক , জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিদুর রহমান সাগরকে সদস্য সচিব ও বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানাকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযেছে। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছিলো রাজেদুর রহমান সাগরকে। এ ছাড়া তিনি ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি। সম্প্রতি তিনি এ দুই পদ থেকে পদত্যাগ করেন। এরপর তাকে নতুন পদে অধিষ্ঠিত করা হলো।
খুলনা গেজেট/এনএম