যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট চার্জশিট দাখিল করেছেন কোতয়ালী থানার এস আই তাপস মন্ডল। বৃহস্পতিবার নিহতের স্বামী জাকির হোসেনকে আসামি করে এ চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযুক্ত জাকির হোসেন বেনাপোল পুটখালী পশ্চিমপাড়া এলাকার ইমাম আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, জাকির নিহত রহিমার দ্বিতীয় স্বামী। পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তারা যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে প্রায় উভয়ের মধ্যে বিরোধ দেখা দিত। আর বিরোধের জের ধরে এ হত্যাকান্ড।
রহিমা বিভিন্ন বাড়িতে গিয়ে আরবি পড়াতেন। যে কারণে অনেক সময় রাতে বাসায় ফিরতে তার দেরী হত। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগে থাকত। তাছাড়া একদিন রহিমাকে তার চাচাতো ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতে দেখে জাকিরের মনে সন্দেহের দানা বাঁধে। গেল বছরের ১২ ডিসেম্বর রাতে তারা দু’জনে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার চাচাতো ভাই মোবইল করে। এ নিয়ে তাদের মধ্যে ওই রাতে আবারও কথা কাটাকাটি হয়। পরে রহিমা বিছানা থেকে নিচে ঘুমিয়ে পড়েন। এরপর জাকির গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান। হত্যার তিনদিন পর পুলিশ নিহত রহিমার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের আগের ঘরের সন্তান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
চলতি বছরের ২২ মে কোটচাদপুর থেকে জাকিরকে পুলিশ আটক করে। এরপর তিনি হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দি প্রদান করেন।
খুলনা গেজেট/ এসজেড