যশোরে স্ত্রীর যৌতুক মামলায় প্রাইমারি স্কুল শিক্ষক স্বামীর দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সাল উদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রোজারঘোনা গ্রামের মাহমুদ বাবুলের ছেলে।
এর আগে ২০১৯ সালের ১৭ জুন যশোর শহরের পুরাতন কসবা এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে সালমা আক্তার বাদী হয়ে যশোর আদালতে মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর ফয়সালের সাথে তার বিয়ে হয়। বিয়ের আগ মুহুর্তে তিনি সালমার মায়ের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। একপর্যায় অনুনয় বিনয় করলে তিনি বিয়ে করে। এরপর তারা পুলিশ লাইন এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতে থাকেন। বিয়ের কয়েকদিনের মাথায় ফের পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে সালমাকে শারীরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। এরপর ২০১৯ সালের ২৫ এপ্রিল সালমাকে বাড়ি থেকে বের করে দেয় ফয়সাল। একই সাথে জানিয়ে দেয় যৌতুকের টাকা না দিলে তিনি আর সংসার করবেন না। বাধ্য হয়ে বাদী আদালতের আশ্রয় নেন।
পলাতক আসামি ফয়সাল বর্তমানে টেকনাফ জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এছাড়া ফয়সালের একাধিক বিয়েও রয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে।
খুলনা গেজেট/কেএম