খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

যশোরে সেবিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে লিমা খাতুন (২৪) নামে একজন সেবিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) শহরের ঘোপ নওয়াপাড় রোড থেকে মৃতদেহটি উদ্ধার হয়। লিমা রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের সাদিকুর রহমানের মেয়ে। তিনি শহরের ল্যাবজোন হাসপাতালে কর্মরত ছিলেন।

লিমার রুমমেট ও সহকর্মী মৌসুমী খাতুন বলেন, অন্যান্য দিনের মতো বুধবার সকালে আমি কর্মস্থলে যাই। দুপুর আড়াইটার দিকে শুনি পুলিশ লিমার মরদেহ উদ্ধার করেছে।

তিনি জানান, গত একমাস ধরে সে তার কর্মস্থলে যোগ দিচ্ছিলো না। এসময় সে ঘরেই থাকতো বেশি। শুনেছি তার বিয়ে হয়েছে, কিন্তু বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সে মানষিক আবসাদে ভুগছিলো।

লিমার পিতা সাদিকুর রহমান বলেন, গত দু’দিন ধরে লিমা ফোন ধরছিলো না। এতে আমাদের সন্দেহ হয়। তাই খোঁজ নিতে এদিন যশোরে এসেছি। দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিই। তারা এসে মেয়ের মরদেহ উদ্ধার করে। মেয়ের বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহটি পাওয়া গেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!