খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

যশোরে সেনা অভিযানে পিস্তল-ছুরিসহ আটক ৩ 

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চাঁচড়ায় অভিযান পরিচালনা করেছে সেনা সদস্যরা। এ অভিযানে ৩ জন আটক হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও ছোরা উদ্ধার হয়েছে বলে কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে।

যশোর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, যশোর ক্যাম্পের সেনা সদস্যদের একটি টিম বুধবার (১৩ নভেম্বর) রাতে যশোরের চাঁচড়া এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পচিালনা করে। এসময় আটক করা হয় চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনীর মৃত আব্দুর রব বিশ্বাসের ছেলে ইমামুল বিশ্বাস মামুন (৩৮), আব্দুল আলিমের ছেলে সাগর হোসেন (২৮) ও চাঁচড়া ডালমিল এলাকার মৃত কাদের বক্স মোড়লের ছেলে মনিরুজ্জামান মনির (৫২)। ১৪ নভেম্বর দুপুরে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সেনা সদস্যরা আটক করে ওই ৩ সন্ত্রাসীকে থানায় সোপর্দ করেছে। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও ছোরা উদ্ধার হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!