খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

যশোরে সাত দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাতদিন ব্যাপী বই মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে এ মেলার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, একজন মানুষকে প্রকৃত মানুষ হতে হলে তাকে শিল্প সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে।আমাদের সমাজে শুধুমাত্র ডাক্তার-বিজ্ঞানী তৈরি হলে হবে না।এসব ডিগ্রিধারী মানুষ এক সময় অমানুষ হয়ে যায়,যদি না তাদের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি না হয়।তাই মানবিক মূল্যবোধের মানুষ সমাজে বেশি বেশি গড়ে তুলতে হবে।একজন শিক্ষক হিসাবে আজ আমার ভালো লাগছে যশোরের মতো জায়গায় আমার হাতে বই মেলার উদ্বোধন হচ্ছে।আমরা চাই নতুন প্রজন্ম ও শিক্ষার্থীরা লাইব্রেরিতে যাক।কিন্তু বর্তমান প্রজন্ম কেন জানি বই বিমুখ হয়ে যাচ্ছে।এ অবস্থান থেকে আমাদের নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে।এ প্রজন্ম এখন স্কিনমুখি হচ্ছে, এটা মাদকাসক্তের মতো ভয়াবহ।তিনি বলেন, এসব মেলায় আমাদের সন্তানদের হাত ধরে আনতে হবে। বিভিন্ন সাহিত্য চর্চার বই কিনে দিতে হবে।একাডেমির বাইরেও জ্ঞান চর্চায় আগ্রহ সৃষ্টি করাতে হবে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের যুগ্ম সচিব
মোখলেচুর রহমান আকন্দ,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের বিএলএফের উপ প্রধান অ্যাডভোকেট রবিউল আলম,যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা.আবুল কালাম আজাদ লিটু,জেলা শিক্ষা অফিসার
একেএম গোলাম আজম। আলোচনা শেষে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।আয়োজকরা জানিয়েছেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় দেশের ৯টি জেলায় পর্যায়ক্রমে এই বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।যশোরে সাত দিনব্যাপী বই মেলা শেষ হবে ১৩ ডিসেম্বর।

এবার মেলায় ৬২টি বইয়ের স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। বই মেলা উপলক্ষে
প্রতিদিন বিকালে মেলা প্রাঙ্গণ রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!