যশোরের চৌগাছায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় মফিজুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। হামলাকারীরা প্রেস লেখা মোটরসাইকেল ও একটি চাকু ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে ।
এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে চৌগাছা বাজারের পাঁচনামনা গ্রামের পিকআপচালক মফিজুর রহমানের সাথে পিতাম্বরপুর গ্রামের পিকআপচালক সেলিমের কথা কাটাকাটি হয়। এ ঘটনা স্থানীয়রা মীমাংসা করে দেন। কিন্তু ঘটনার সূত্র ধরে এদিন রাত সাড়ে ৮টার দিকে সেলিমের ভাই একাধিক মামলার আসামি, সাংবাদিক নামধারী মামুনের নেতৃত্বে গরীবপুর গ্রামের রায়হান, পিতাম্বরপুর গ্রামের সোহরাব, আমিনুর, আশিকুলসহ ১০/১২ জন ধারাল অস্ত্র নিয়ে উপজেলা পরিষদ এলাকায় পিকআপচালক মফিজের ওপর হামলা চালায়। এসময় পিটুনীতে মারাত্মক আহত হন মফিজ। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা প্রেসলেখা মোটরসাইকেল ও একটি চাকু ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও চাকুটি উদ্ধার করে। হামলায় আহত মফিজুর রহমান জানান, যারা হামলা চালিয়েছে তারা সকলে চিহ্নিত সন্ত্রাসী। তাদের কাছে থাকা মোটরসাইকেলে প্রেস লেখা ছিল।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/কেএম