যশোরে বন্ধুর পিতার দাফন শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সরকারি এমএম কলেজ ছাত্রদলের তিন নেতাকর্মী। সোমবার বিকেলে শহরের কারবালা কবরস্থানের পাশেই এ হামলার ঘটনা ঘটে।
মারপিটে আহতরা হলেন, সরকারি এমএম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটন দরফদার ও কর্মী জিহাদ হোসেন। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম জানান, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সাইফুজ্জামান রাজের পিতার দাফন শেষে কারবালা কবরস্থানের সামনে ওই তিনজন রিকশায় উঠার অপেক্ষা করছিলেন। এসময় কারবালা প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে তাদের ওপর ৫/৭ জন হামলা চালায়। হামলাকারীরা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বিল্টু, টিটন তরফদার ও কর্মী জিহাদ হোসেনকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
শেখ ইমাম হাসান বলেন, সরকার বিরোধী কর্মসূচি পালনের কারণে তারা ছাত্রলীগের রোষানলের শিকার হন। এরই জেরে সন্ত্রাসীরা তিন ছাত্রদল নেতাকর্মীকে মারপিট করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, জাহিদুল ইসলাম বিল্টু ও টিটন তরফদার মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের মাথার সিটি স্ক্যান করতে বলা হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
খুলনা গেজেট/কেডি