যশোরের কেশবপুর থেকে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদারকে যশোরে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা সভায় এমপি শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অতিদ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রমের বাস্তবায়ন করা হবে।
শনিবার বিকেলে শহরের টাউনহল ময়দানে বর্ণাঢ্য এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনাকে ঘিরে দুপুর থেকে আটটি উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শামিল হন টাউনহল ময়দানে। বিকেল তিনটা ৪৫ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক পর্ব। সভার শুরুতে মানপত্র পাঠ করেন কাজী শাহেদ নেওয়াজ। নাগরিক কমিটি ও পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক সুলতান আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বিএমএ যশোরের সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু, ক্ষুদ্র কুটির শিল্প সমিতির সভাপতি সাকির আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, পূজা উদযাপন পরিষদ সভাপতি অসীম কুন্ডু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম সভাপতি আফজাল হোসেন ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী শহিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন নাগরিক কমিটির সদস্য সচিব হারুন অর রশীদ।
সংবর্ধিত আবেগ আপ্লুত এমপি শাহীন চাকলাদার বলেন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি যশোরবাসীর পাশে থাকবেন। মানুষের সেবা ও যশোরের উন্নয়ন চালিয়ে যাবেন। তিনি শেখ হাসিনার হাত দৃঢ় করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
শেষে জেলা এবং উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শাহীন চাকলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান।
খুলনা গেজেট/এনএম