যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে সরোয়ার হোসেন (৩৯) নামে এক লম্পট। মঙ্গলবার দুপুর ১২টার দিকে লেবুতলা পশ্চিমপাড়ায় ধর্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ আহত অবস্থায় ধর্ষককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শিশুর শারীরিক পরীক্ষা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত ধর্ষক ওই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। এর আগে ১৯৮৭ সালে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে ১৯ বছর কারাভোগ করে সরোয়ার।
ধর্ষণের শিকার শিশুর মা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সরোয়ারের বাড়ির পেছনের বাগানে খড়ি কুড়াতে যায় ওই শিশু। এসময় সরোয়ার তাকে মিষ্টি খাওয়ার কথা বলে তার ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধষণ করতে গেলে শিশুটি বাধা দেয় ও চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশিরা এগিয়ে এসে লম্পট সরোয়ারকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এলাকাবাসী জানায় সরোয়ার গ্রামের লম্পট হিসেবে পরিচিত। ১৯৮৭ সালে সে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে ১৯ বছর জেল খেটেছে।
বিষয়টি নিয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, আহত ধর্ষকের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। এছাড়া শিশুর শারীরিক আলামত সংগ্রহ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।